আপনি কি পুরাতন আইডি কার্ড ডাউনলোড নিয়ে চিন্তায় আছেন? তাহলে আর চিন্তা কোন কারণ নেই । আমাদের অনেকের অনেক কাজের জন্য ভোটার আইডি কার্ড প্রয়োজন পড়ে। সেই সময় আমাদের আইডি কার্ড হাতে নাও থাকতে পারে। আবার অনেকের ভোটার আইডি কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে যায় , তাই তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে আলোচনা করবো যে পুরাতন আইডি কার্ড কিভাবে ডাইনলোড করা যায়।
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড
পুরাতন বা অনেক আগের ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় একটি পদ্ধতি আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি। পুরাতন আইডি কার্ড বলতে যে সকল ভোটার আইডি কার্ড এর রেজিস্ট্রেশন বা অনলাইন করা আছে আজ থেকে প্রায় কিছু বছর আগে সেসব কিছুকেই পুরাতন ভোটার আইডি কার্ড বলা হয়।
২০১৪ থেকে ২০১৫ আগের ভোটার আইডি কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারব। যাদের [NID CADE] হারিয়ে ফেলেছেন এবং খুঁজে পাচ্ছেন না, অথবা অনেক আগের ভোটার আইডি কার্ড এখনো হাতে পাননি। তাদের জন্য আমাদের এই পোস্টটি খুব জরুরী তাই চলুন শুরু করা যাক।
পুরাতন ভোটা আইডি কার্ড কি কি কাজে লাগে ?
আমাদের অনেকেরই জানা আছে পুরাতন ভোটার আইডি কার্ড আমাদের কি কি কাজে লাগে সে সম্পর্কে কেউ জানে আবার কেউ নাও জেনে থাকে। চলুন আমরা জেনে আসি পুরাতন ভোটার আইডি কার্ড আমাদের কি কি কাজে লাগেঃ
- বিদেশ ভ্রমণ
- সিম রেজিস্ট্রেশন
- ব্যাংকিং সেবা
- চাকরির আবেদন
- অ্যাপস ভেরিফিকেশন ইত্যাদি
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম 2024
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে প্রথমে আপনাকে থানায় জিডি [General Diary] করতে হবে। এর পর NIDW BD ওয়েবসাইট ঢুকে একাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আবার লগইন করে রি- ইস্যু ফ্রি প্রদান করে আবেদন করতে হবে। আবেদন সঠিক হলে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
নিম্নে আপনার অনলাইন থেকে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় ও ধাপ আলোচনা করা হয়েছে । একটি কথা আপনাকে বলা ভালো আপনার ভোটার আইডি কার্ড যদি তথ্য সঠিক হয় তাহলেই খুব সহজেই আপনি আপনার পুরাতন জাতীয় পত্র আবেদন করে বের করতে পারবেন। এই সম্পর্কে আপনাকে আমরা ধাপে ধাপে সব বর্ণনা করা হয়েছে আমি মনে করি এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড বিস্তারিত জানতে পারবেন।
Old NID Card Download Steps:
- থানায় জিডি করা ।
- service.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করা ।
- রি-ইস্যু আবেদন করা ।
- নির্দিষ্ট পরিমান টাকা পরিশোধ করা ।
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড
১. থানায় জিডি (GD) করাঃ ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে প্রথমে আপনাকে আপনার স্থানীয় থানায় একটি আপনার ভোটার আইডি কার্ড হারানোর একটি জিডি করতে হবে। থানায় আপনি জার মাধ্যমে জিডি করবেন সে আপনাকে একটি জিডি কপি দিবে সেটা আপনি খুব সুন্দর ভাবে সংগ্রহ করে রাখবেন কারণ এটা আপনার পরবর্তীতে লাগবে।
জিডিতে আপনার ভোটার আইডি কার্ড হারানোর সময় তারিখ স্থান অবশ্যই উল্লেখ করতে হবে আপনাকে সেই সাথে নিজের নাম জন্ম তারিখ এবং নিজের পুরাতন ভোটার আইডি কার্ড এর নাম্বার ইত্যাদি ইত্যাদি তত সহকারে আপনাকে আবেদন করতে হবে।
আবার সেই জিডিতে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার তার জিডি নাম্বার এবং আবেদনপত্রে কর্মকর্তা সিল ও স্বাক্ষর আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে।
২.সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশনঃ জিডি করা সম্পূর্ণ হলে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে [NIDW BD] অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশনের এর সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
আরও পড়ুনঃ জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম।
আমরা আপনাদের দিচ্ছি সরকারি ওয়েবসাইটের লিংক[ services.nidw.gov.bd ] এই লিংকে প্রবেশ করলে নিচের মত একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সেখানে আপনি যদি নতুন ভোটার হতে চান সেটাও হতে পারবেন। তার আগে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা লাগবে। আর যদি আপনার রেজিস্ট্রেশন আগে থেকেই করা থাকে তাহলে লগইন করে নিবেন।
৩ – রি-ইস্যু আবেদনঃ ওয়েবসাইটে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর নিচের মতো একটি দেশ চলে আসবে। সেখানে রি- ইস্যু অপশনে ক্লিক করতে হবে। এরপর উপরে ডান দিকে আপননা ইডিট বেতনে ক্লিক করতে হবে।
সেখানে বেশকিছু তথ্যের প্রয়োজন পড়বে।যেমন, জিডি নাম্বা, থানা,পণ্য দ্রব্যের কারণ, পুলিশ অফিসারের নাম,পুলিশ অফিসারের পদবী এবং জিডি র তারিখ ইত্যাদি ইত্যাদি।
আপনার জেনে রাখা ভালো, রি-ইস্যুর জন্য কিনবা পুরাতন ভোটারআইডি কার্ড ডাউনলোড এর জন্য সর্বমোট চারটি (৪)ধাপ রয়েছে ।
- এডিট ।
- ট্রানজেকশন ।
- কাগজপত্র জমাদান ।
- নিশ্চিতকরণ ।
৪ – রিইস্যু ফি পরিশোধ করাঃ আপনি অনলাইনে রি-ইস্যু ফি জমা দেওয়া আগে বেশকিছু তথ্য আপনাকে জেনে নিতে হবে। জরুরী ও সাধারন এই দুটি ক্যাটাগরিতে আবেদন ফি পরিষদ করা যাবে। জরুরী আবেদন এর ক্ষেত্রে রি- ইস্যু ফি ধরা হয়েছে ৩৪৫ টাকা এবং সাধারণ আবেদন এর ক্ষেত্রে ফি ধরা হয়েছে ২৩০ টাকা এটা অবশ্যই পরিশোধ করতে হবে।
আপনার মোট কত টাকা খরচ হবে তা এই লিংকের মাধ্যমে
জেনে নিনঃ https://services.nidw.gov.bd/nid-pub/fees
৫. প্রয়োজনীয় কাগজপত্র সাবমিটঃ আপনার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য রি-ইস্যু আবেদনের টাকা জমা দেওয়া হয়ে গেলে আপনি আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র সেখানে জমা দিতে হবে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাগজ হচ্ছে জিডি ফটোকপি।
আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার ডকুমেন্ট গুলো স্পষ্ট বুঝা যায়। আরো বেশি ভালো হয় যদি স্ক্যান কপি জমা দেন, কেননা তাহলে আলোর দিকে খেয়াল রাখতে হয় না। আপনার আবেদন পত্র সাবমিট করার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার আবেদন গৃহীত হয়ে যায়।
অন্যান্য তথ্য ও পুরাতন আইডি কার্ড চেক অনলাইনঃ রি-ইস্যু আপনার আবেদনটি অনুমোদিত হয়ে গেলে নির্দিষ্ট মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তারপর [services.nidw.gov.bd] এই লিংকে প্রবেশ করে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগইন করতে হবে। লগইন হওয়ার পর আপনার প্রোফাইল এবং দেশবোর্ড থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড চেক করা যাবে।
পুরাতন আইডি কার্ড কিভাবে দেখব 2024ঃ
প্রথমে আপনার পুরাতন আইডি কার্ড দেখার জন্য আপনাকে আপনার স্থানীয় থানায় সাধারণ ডায়রি বা (জিডি)করতে হবে। তারপর এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/fees প্রবেশ করে রি-ইস্যু জন্য আপনাকে আবেদন করতে হবে । এরপর আপনার আবেদনটি গৃহীত হলে , অনলাইন থেকে আপনার পুরাতন ভোটার আইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন আসা করি বুজতে পেরেছেন।
পরিশেষেঃ পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।
আজকে আমরা জানলাম পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে । আজকের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এবং আজকে আমার যে তথ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি । সেগুলো আপনাদের কাছে কতটা ভালো লেগে গেছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন । সাথে করে আপনাদের মতামতটি আমাদের কাছে অনেক প্রয়োজন কেননা আপনাদের উৎসাহিত মাধ্যমে আমরা নিত্য নতুন পোস্ট করে থাকি আজকের মত এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ।