আপনি কি নতুন ভোটার হতে চাচ্ছেন? নতুন ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন তা কি আপনার জানা নেই? চিন্তার কোনো কারণ নেই ! আপনাকে A to Z এই পোস্টে দেখানো হবে নতুন ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন ।
এবং সেই সাথে নতুন ভোটার হতে কিংবা হওয়ার জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি আপনাকে জানানো হবে।আপনাদের বোঝার জন্য অনেক সহজ ভাবে আলোচনা করা হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি ছবির মাধ্যমে আপনাদের বোঝার জন্য দেখানো হবে।
নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
তো নতুন ভোটার হওয়ার আগে আপনার জানা প্রয়োজন ভোটার আইডি কার্ড { NID CARD } আসলে কি ইংরেজিতে মূলত আমরা NID CARD সংক্ষেপে বলে থাকি। আসলে আমাদের জানা উচিত NID CARD এর পূর্ণ নাম কি? NID CARD এর পূর্ণ নাম হলো ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড {National Identification CARD }
👉NID বাংলাদেশের জনসংখ্যা গণনা ও আপনার ব্যক্তিগত সকল তথ্য সনদপত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
👉NID দেশের নাগরিকদের একটি অদ্ভুত সনদপত্র প্রদান করে, যেটি তাদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য সংযোজন করে থাকে।
👉এটি ভোটার আইডি কার্ড এবং ব্যাংকিং,প্যাসপোর্ট, কর, সুচি তথা অন্যান্য প্রশাসনিক কাজে প্রযোজ্য হয়।
বাংলাদেশ আইন অনুযায়ী সকল নাগরিকের ভোটার আইডি কার্ড কিংবা এই আইডি কার্ড থাকা বাধ্যতামূলক।
বাংলাদেশ আইন অনুযায়ী ১৭ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক।
কয়েক বছর পর পর কিংবা প্রতি বছর পর পর বাংলাদেশের জনসংখ্যা গণনা করা হয়ে থাকে। সেই জন্য ভোটার হওয়া অত্যন্ত জরুরী। তো চলুন আলোচনায় ফিরে যাই!
নতুন ভোটার হতে কি কি প্রয়োজন ২০২৪
ভোটার হওয়ার জন্য সকল নাগরিকের নিজের জন্ম নিবন্ধ Online সনদ, নিজের প্রত্যয়ন পত্র,মা-বাবার NID CARD, নাগরিক সনদ পত্র এবং শিক্ষাগত সার্টিফিকেট ইত্যাদি ।
নতুন ভোটার করতে যে কাগজপত্র লাগে তার মধ্যে দুটি ভাগ বিদ্যমান রয়েছে।
- বাধ্যতামূলক কাগজপত্র
*ঐচ্ছিক কাগজ
তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র হলো রক্ত পরীক্ষার রিপোর্ট। সে ক্ষেত্রে আরো কাগজপত্রের দরকার পড়তে পারে। নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে নতুন ভোটার হতে কি কি লাগবে তা সম্পর্কে জানতে পারবেন।
ধাপ_১ঃ জন্ম নিবন্ধ কাগজপত্র
নতুন ভোটার হতে সর্ব প্রথম যে কাগজপত্র প্রয়োজন হবে তা হলো আপনার জন্ম নিবন্ধনের কাগজপত্র। কোন প্রকার ডুবলিকেট কাগজপত্র হলে তা গ্রহণযোগ্য হবে না ।
অর্থাৎ, কোন প্রকার নকল কাগজপত্র কিংবা বাংলাদেশ সরকার কর্তৃক সনদপত্র না দেওয়া কাগজপত্রের ব্যবহার করা। জন্ম নিবন্ধন সনদপত্রে ১৭ ডিজিটের সংখ্যা থাকে। তারমধ্যে ১ ডিজিট কম হলে তা গ্রহণযোগ্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ধাপ ২ – নাগরিক সনদ
নতুন ভোটার হতে হলে নাগরিক সনদপত্রের প্রয়োজন রয়েছে। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার চেয়ারম্যানের কাছ থেকে আপনার নাগরিক সনদপত্র সত্যায়িত কপি বাধ্যতামূলক নিতে হবে।
ধাপ ৩ঃ পিতা মাতার এনআই ডি কার্ড
নতুন ভোটার হতে হলে অবশ্যই বাধ্যতামূলক আপনার পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র কাগজপত্র সমূহ। এই প্রক্রিয়া দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে আপনার জন্ম পরিচয়, আপনার বংশ পরিচয় এবং সেই সাথে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে আপনারা বাংলাদেশের নাগরিক।
ধাপ ৪ঃ বিদ্যুৎ বিলের কাগজপত্র
নতুন ভোটার হওয়ার জন্য এটি একটি বাধ্যতামূলক কাজ। বিদ্যুৎ বিলের কাগজপত্র সরকারি সকল সেবার ক্ষেত্রে প্রয়োজন হয়ে যাবে। তাই আপনার সাথে অবশ্যই এটি রাখতে হবে। আপনার প্রয়োজন ক্ষেত্রে যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে পানি বিলের কাগজপত্র অথবা গ্যাসবিলের কাগজপত্র থাকলে চলবে।
ধাপ_৫ঃ ট্যাক্স রশিদ
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে সর্বশেষ গুরুত্বপূর্ণ হলো ট্যাক্স রশিদ। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার আপনার যদি কোন জমির থেকে থাকে তাহলে তার খারিজের কপি কিংবা দাখিলা জমা দিতে হবে। আর আপনার যদি কোন জমি না থেকে থাকে তাহলে আপনি যে জমিতে বসবাস করছেন তার কাগজপত্র জমা দিতে হবে।
নতুন ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন তার সম্পর্কে জানলেন। জেনে নিন কিভাবে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করবেন তা সম্পর্কে।
নতুন ভোটার হওয়ার নিয়ম ২০২৪
নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে services.nidw.gov.bd এই লিংক দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । পরবর্তীতে আপনাকে নতুন নিবন্ধনের করার জন্য আবেদন এই অপশনে গিয়ে “আবেদন করুন” পরে লেখাটিতে প্রবেশ করতে হবে। তারপর আপনার ব্যক্তিগত সকল তথ্য আপনাকে দিতে হবে। সকল তথ্য দেওয়ার পরে ৩ সপ্তাহ থেকে ৪৫ দিনের মধ্যে আপনার ব্যবহৃত মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজটি ব্যবহার করে আপনি আপনার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারেবেন।
এই পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি আরো অনেক প্রয়োজন রয়েছে। তো চলুন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি।
শিক্ষাগত সাটিফিকেটঃ
নতুন ভোটার হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কাগজপত্র। ভোটের হাওয়া সবার জন্য জরুরী, তবে ভোটার আইডি কার্ডে যদি কোন ভুল আসে তাহলে আপনার কেমন হবে? ভোটার আইডি কার্ডে যেন কোন ভুল না আসে সেই জন্য শিক্ষাগত সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার নাম, আপনার পিতামাতার নাম, আপনার স্থায়ী ঠিকানা ইত্যাদি ।
এসব ব্যক্তিগত তথ্য আপনার শিক্ষাগত সার্টিফিকেটের মধ্যে রয়েছে। যেন কোন ভুল না হয় সেজন্যই আপনার শিক্ষাগত সার্টিফিকেট প্রয়োজন। সেজন্য JSC, SSC অথবা HSC পরীক্ষার আপনার সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে।
প্রত্যয়ন পত্রঃ
আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার চেয়ারম্যান, মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর সাক্ষাৎকৃত প্রত্যয়ন পত্র আপনার প্রয়োজন রয়েছে। চেয়ারম্যান, মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এদের যে কোন একজনের কাছ থেকে প্রত্যয়ন পত্রটি সংগ্রহ করলেই হবে। তবে আপনার জানা জরুরি প্রত্যয়ন পত্রটি নিতে কোন প্রকার টাকা প্রয়োজন হয় না।
নিজ এলাকার ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন পত্রটি সংগ্রহ করতে পারেন। তাছাড়াও ইউনিয়ন পরিষদের আশেপাশে কম্পিউটারের দোকান থেকে আপনি ফর্মটি কিছু টাকার মাধ্যমে সংগ্রহ করতে পারেন।
রক্ত পরীক্ষার সার্টিফিকেটঃ
নতুন ভোটার হতে কে কি প্রয়োজন ইতিমধ্যে আপনারা জেনেছেন, কিন্তু তার মধ্যে আপনার রক্ত পরীক্ষার সার্টিফিকেট অনেক অনেক ভূমিকা পালন করে। আপনি যদি আপনার রক্তের গ্রুপ না জেনে থাকেন তাহলে আপনাকে আগে অবশ্যই আপনার রক্তের গ্রুপ চেক করতে হবে। আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে তা উল্লেখ করতে হবে।
আপনি ভুলভাল কোন তথ্য দিবেন না হতে পারে এটি আপনার বিপদ থেকে রক্ষা পাওয়ার একটি তথ্য।
People also ask :
ভোটার আইডি কার্ড তৈরি করতে কি কি লাগে?
যা প্রয়োজন এসএসসি বা সমমানের সার্টিফিকেট ফটোকপি জন্ম নিবন্ধ সনদের ফটোকপি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা টিন সার্টিফিকেট ইউটিলিটি বিলের কপি নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) পিতা, মাতা স্বামী /স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি
Nid এর অর্থ কি?
জাতীয় পরিচয়পত্র ( বাংলা : জাতীয় জাতীয়পত্র ) বা NID কার্ড হল একটি বাধ্যতামূলক পরিচয়পত্র যা বাংলাদেশ নির্বাচন কমিশন (EC) কর্তৃক 18 বছর বয়সে পরিণত হলে প্রত্যেক বাংলাদেশী নাগরিককে প্রদান করা হয়। এনআইডি একটি বায়োমেট্রিক , মাইক্রোচিপ এমবেডেড স্মার্ট পরিচয়পত্র।
Nid কার্ড আসল নাকি নকল চেনার উপায়?
শুধু NID ফর্ম নম্বর DD-MM-YY হিসাবে জন্ম তারিখ টাইপ করুন এবং 105 নম্বরে পাঠান । অন্যদিকে, আপনি https://services.nidw.gov.bd/nid-pub/ এ গিয়ে অনলাইনে আপনার NID কার্ড চেক করতে পারেন। একটি অ্যাকাউন্ট তৈরি করুন, লগ ইন করুন এবং আপনার NID চেক করুন। বাংলাদেশী নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) আবশ্যক।
উপসংহারঃ নতুন ভোটার হতে হলে কি কি প্রয়োজন ।
প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা দেখলাম নতুন ভোটার হতে হলে আপনাকে কোন কোন কাগজপত্র এবং কোন কোন বিষয়বস্তুর উপর লক্ষ্য রাখতে হবে আশা করি আজকের আর্টিকেল থেকে আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লেগে গেছে আর ভালো লেগে যাওয়া মানে আমাদের সঙ্গে থাকা এবং আমাদের পাশে থাকা তাই আমাদের সবসময় পাশে থেকে আমাদের সাইটটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধব দের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ।