-6.4 C
New York
Monday, December 23, 2024
spot_img

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা এখন পানির মতো সহজ। ভোটার আইডি কার্ড বের করার জন্য সাধারণ ভাবে ৪টি ধাপ অনুসরন করা হয়ে থাকে। যার মাধ্যমে নিজেই খুব সহজে আইডি কার্ড বের করবেন কোন প্রকার ঝামেলা ছাড়া। কি অবাক হচ্ছেন?

অবাক হবার মতো কিছুই নেই! আজকে আমরা ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের  সম্পর্কে আলোচনা করবো। আইডিকার্ড যা ব্যক্তিগত কাজে সবার প্রয়োজন। যার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়ে থাকে। অনেক কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যেতে হয়। আর সেই সময় আইডি কার্ড হাতে নাও থাকতে পারে। তাই আমাদের জানা প্রয়োজন কিভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে  আইডি কার্ড বের করবো।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ।  nid card নাম্বার দিয়ে আইডি কার্ড বের করুন ২০২৪

Table of Contents

আইডি কার্ড বের করার নিয়মঃ

এনআইডি কার্ড বর্তমানে  নানাভাবে  বের করা যায়। প্রয়োজন পড়বে শুধু একটি মোবাইল অথবা কম্পিউটার। তবে একটা কথা জানা সবার অনেক প্রয়োজন!  আগে হয়তো আইডি কার্ড বের করতে কোন মুখের ছবি দেওয়া লাগত না।  তবে প্রযুক্তি অনেক উন্নত সেই কারণে বর্তমানে নিজের আইডি কার্ড বের করতে ফেস ভেরিফিকেশন /  মুখের ছবির প্রয়োজন হয়।

অনলাইনে ভোটার আইডি কার্ড বের করার জন্য  আমাদের প্রথম যে ধাপটি  অবলম্বন করা প্রয়োজন তা হলোঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাইড (services.nidw.gov.bd)  তে প্রবেশ করতে হবে।   তারপর নিজের কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনাকে লগইন  করে খুব সহজেই  আইডি কার্ড বের করতে পারবেন।

আইডি কার্ড বের করার জন্য মূলত ৪টি  পদ্ধতি অবলম্বন করা যায়। 

যেগুলো হলোঃ

‘নিজের নাম্বার দিয়ে’

‘টোকুন নাম্বারটি দিয়ে’

‘ফরম নাম্বার অথবা স্লিপ নাম্বার দিয়ে ও

ভোটার নাম্বার দিয়ে’

আমরাই ৪টি পদ্ধতির মাধ্যমে খুব সহজে আইডি কার্ড বের করতে পারবেন।

এই চারটি বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলোঃ 

আপনার যে পদ্ধতি সহজ মনে হয়  সেই পদ্ধতি  ব্যবহার করে  আইডি কার্ড বের করতে পারেন।

আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে NID  কার্ড বের করবেন যেভাবেঃ

ভোটার নাম্বার বের করতে হলে অবশ্যই, আপনাকে  আপনার ইউনিয়ন পরিষদ অথবা কেন্দ্র বই থেকে  আপনার ভোটার নাম্বারটির সংগ্রহ করতে হবে।  তারপরে আপনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাইড {services.nidw.gov.bd}  তে প্রবেশ করে। আপনার এনআইডি নাম্বার আপনার জন্ম তারিখ  প্রদান করে  আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে  আপনার তথ্য দিয়ে  লগইন করে নিতে হবে।  এবং পরিশেষে আপনাকে তা ডাউনলোড করতে হবে। মূলত এটিই ছিল ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা।

আপনার আইডি কার্ড বের করতে কি কি কাগজপত্র প্রয়োজনঃ

ধাপ _ ১ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রবেশঃ

ভোটার আইডি কার্ড বের করার জন্য আপনাকে প্রথমে যা যা করতে হবে – Fast বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে গিয়ে services.nidw.gov.bd  তে প্রবেশ করতে হবে। তারপর আপনাকে “রেজিস্ট্রেশন বাটনে”  ক্লিক করতে হবে।

ধাপ_২ঃ রেজিস্ট্রেশনঃ

আগে থেকে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে আপনার তথ্য দিয়ে লগইন করে নিতে হবে।  আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনাকে আগের রেজিস্ট্রেশন করে নিতে হবে।  এছাড়াও আপনি যদি এখনো ভোটার না হয়ে থাকেন অথবা””” নতুন  ভোটার হওয়ার জন্য আবেদন link” http://services.nidw.gov.bd/ “করতে চান  তাহলে  ‘নতুন নিবন্ধনের জন্য আবেদন’  লেখাতে ক্লিক করুন।

রেজিস্ট্রেশন বাটনে প্রবেশ করার পর  আমাদের নিচে দেওয়া ছবির মতো  একটি ছবি  চালু হবে। যেখানে আপনার ১২ সংখ্যার ভোটার নাম্বার অথবা আপনার জন্ম তারিখ দিতে হবে। সেখানে একটি কোড থাকবে যা আপনাকে প্রবেশ করতে হবে, প্রবেশ করার পর আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।  ক্লিক করার সাথে সাথে আপনার একটি নতুন পেজ চালু হবে।

ধাপ _৩ঃ ঠিকানার সকল তথ্য প্রদানঃ

এই জায়গায় আপনার বর্তমান ঠিকানা  ও স্থায়ী ঠিকানা  দিতে হবে। উদাহরণঃ বর্তমান ঠিকানায় বিভাগ জেলা এবং উপজেলা নাম সমূহ দিতে হবে । তথ্য সমূহ দেওয়ার সময় অবশ্যই সঠিক তথ্য দিতে হবে কেননা তা যাচাই করা হবে।

ধাপ_৪ঃ  আপনার মোবাইল নাম্বার প্রদানঃ

এই ধাপে আপনাকে আপনার ব্যবহারকৃত মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে। মোবাইল নাম্বার দেওয়া  হয়ে গেলে, বার্তা পাঠান বাটনে  ক্লিক করতে হবে।  ক্লিক করার পরে, আপনার দেওয়া নাম্বারটিতে একটি কোড আসব, সেই কোডটি “যাচাইকরন কোড দিন”এই অপশনে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে বহাল বাটনে ক্লিক করতে হবে।

আপনার মোবাইল নাম্বার যাচাই করনের পর আপনার মোবাইলে একটি  মেসেজ আসবে  যেখানে ভোটার নাম্বার, এলাকা, সিরিয়াল নাম্বার, পিন এবং আইডি কার্ড  এর নাম্বার দেওয়া থাকবে।

ধাপ_৫ঃ আপনার আইডি কার্ড বের করবেন যেভাবেঃ

আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি কপি করে রাখতে হবে এবং পরবর্তীতে  আপনার আইডি কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে তা লগইন করতে হবে। মোবাইলের গুগল প্লে স্টোর থেকে  আইডি ওয়ালেট (NID WALLET)নামক একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে । সেখানে  আপনার  ফেস ভেরিফিকেশন  করা লাগবে।

ফেস ভেরিফিকেশন অপশনে আপনার মুখ মণ্ডল সনাক্ত হয়ে গেলে  ডাউনলোড  অপশন বাটনে ক্লিক করে আপনাকে আপনার  তথ্য স্ক্রিনশট নিতে হবে।  স্ক্রিনশট নেওয়ার পর  আপনার আইডি কার্ড  ডাউনলোড  করা যাবে ।  

তবে আপনাকে  বলে রাখা অনেক ভালো, বর্তমানে  এই সেবাটি  বদ্ধ রয়েছে।  তাই আপনারা যারা এই পদ্ধতি অবলম্বন করে ভোটার আইডি কার্ড বের করতে চান তারা আইডি কার্ড বের করতে পারবেন না। তবে হতাশ হবার মতো কিছুই নেই, আপনি  অন্য দুটি পদ্ধতি অবলম্বন করে আইডি কার্ডটি বের করতে পারবেন। যেমনঃ 

*ফরম নাম্বার অথবা 

*ভোটার নাম্বার দিয়ে

আরও কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তরঃ

ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে nid কার্ড বের করার নিয়ম ২০২৪

ভোটার নাম্বার বের করতে হলে অবশ্যই, আপনাকে  আপনার ইউনিয়ন পরিষদ অথবা কেন্দ্র বই থেকে  আপনার ভোটার নাম্বারটির সংগ্রহ করতে হবে।  তারপরে আপনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাইড {services.nidw.gov.bd}  তে প্রবেশ করে। আপনার এনআইডি নাম্বার আপনার জন্ম তারিখ  প্রদান করে  আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে  আপনার তথ্য দিয়ে  লগইন করে নিতে হবে।  এবং পরিশেষে আপনাকে তা ডাউনলোড করতে হবে। 

ভোটার আইডি কার্ড যে ভাবে বের করবো?

উত্তরঃ আপনার উপজেলা অথবা জেলা নির্বাচন কমিশন অফিসে প্রথমে আপনাকে যোগাযোগ করতে হবে এবং পরে {www.nidw.gov.bd}  ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এন আই ডি স্লিপ নাম্বার  অথবা প্রার্থীর জন্ম তারিখ  দিয়ে  রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে  আপনাকে লগইন করে  আপনার  তথ্য দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

আইডি কার্ড বের করতে কত খরচ পরেঃ

উত্তরঃ আপনার আইডি কার্ড সংশোধন করতে  মোট  ২৩০ টাকা লাগবে। যেখানে সরকারি ফি করা হয় ২০০ টাকা,  এবং ভ্যাট করা হয় ১৫%  অর্থাৎ ৩০ টাকা।  এছাড়াও  আইডি কার্ড বের করতে আপনার  আরো  কিছু খরচ করতে পারে?

টোকেন দিয়ে যে ভাবে আইডি কার্ড বের করার নিয়ম 2024

টোকেন দিয়ে আইডি কার্ড বের করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। যার মধ্যে প্রথম ধাপটি হলোঃ https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংককে আপনাকে প্রবেশ করতে হবে।  পরবর্তীতে ” রেজিস্টার করুন ”   ওই জায়গায় আপনাকে প্রেস করে জন্ম তারিখ,টোকেন নাম্বার বসিয়ে  প্রেস করতে হবে। আপনার সকল  তথ্য দিয়ে পরের ধাপে সচল মোবাইল নাম্বার  এবং ফেস ভেরিফিকেশন করে আপনার আইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন।

উপসংহার – ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্রতিনিয়তই এইরকম ইউনিক আর্টিকেল পেতে । 

আমাদের বিডি টাইম লাইন ওয়েবসাইট থেকে নিয়মিত ফলো করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে আপনাদের এই ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী নতুন আরেকটি পোষ্টের মাধ্যমে । 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles