-7.1 C
New York
Sunday, December 22, 2024
spot_img

জন্ম নিবন্ধন সনদ কি ও ডাউনলোড করার নিয়ম । ২০২৪

প্রিয় দর্শক আজকে আমরা জানতে চলেছি জন্ম নিবন্ধন সদন কি ও জন্ম নিবন্ধন সদন ডাউনলোড করার নিয়ম সম্পর্কে । আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে (Birth Certificate) আপনার জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন খুব সহজ এই তিনটি (৩) ধাপ অনুসরণ করে। আপনার কি এটা বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা জেনে নেই অনলাইন এর মাধ্যমে মাত্র দুই মিনিটে আপনার জন্মটি কিভাবে আপনি অনলাইন ডাউনলোড করবেন। তা আমরা আপনাকে এই পোষ্টির মাধ্যমে জানিয়ে দেব।

নতুন আপডেটঃ বর্তমানে বাংলাদেশ সরকারের নিজস্ব সাইটটি রক্ষণাবেক্ষণের কারণে ১ দিনের জন্য সাইটটি বন্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই সাইটটি চালু হবে। আর আমাদের দেখানো নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই জন্ম সনদ অনলাইন ফটোকপি বের করতে পারবেন।

জন্ম সনদ মূলত কি?

আমরা জন্ম সন দ বলতে একটি রেকর্ড বা গণতান্ত্রিক বাংলাদেশ সরকার এর খন্ডে জন্মগ্রহণকারীকে প্রত্যেক বাংলাদেশি শিশুর তথ্য নথিভুক্ত করে রাখে। এটি একটি মূলত প্রত্যেক নাগরিক এর প্রথম স্থায়ী সনদ হিসেবে বিবেচিত যার বৈধতা নির্ধারণ করা হয়ে থাকে বা টিকা দেওয়ার পর যে কার্ডটি দেয় হয়।

আপনার এই জন্ম সনদ কি কি কাজে লাগে সেটি আপনাকে আর বলতে হবে না কারণ আমরা আশা করি আপনি সেটা খুব ভালোভাবেই জেনে গেছেন। আপনারা তবে সবচেয়ে বেশি যে কাজ কাজে লাগে ভোটার আইডি কার্ড করতে, বা স্কুল ভর্তি করাতে ইত্যাদি ইত্যাদি।

আপনার এমনকি আরো জন্ম সনদ সংশোধন করতেও আপনার পিতা-মাতার তথ্যের খুব প্রয়োজন হয়। আপনার অনেক সময় আমনার কাছে এই গুরুত্বপূর্ণ কাগজটি থাকে না। প্যারাডালিক বাদ দিন আপনি তবে দেখে নিন কিভাবে জন্ম সনদ এই কার্ডটি ডাউনলোড করবেন বিস্তারিত এই পোস্টটিতে।

Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডঃ

আপনাকে সর্বপ্রথম অনলাইনে যেকোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে, https://bdris.gov.bd/br/application এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ক্যাপচার পূরণ করে Submit বাটনে আপনাকে ক্লিক করলে জন্ম সমাপ্তি আপনার সামনে খুব সহজে চলে আসবে। তখন আপনি Ctrl+P পেশ করে ডাউনলোড করতে পারবেন।

তবে পুরোপুরি বিষয়টিকে সহজভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিজেকে দেখানো কিছু ধাপ অনুসরণ করুন। আমরা আশা করি দেখানোর নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই birth certificate আপনার জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়

১। সরকারি ওয়েবসাইট এ প্রবেশ করুনঃ আমি প্রথমে আপনাদেরকে বলবো বাংলাদেশ এর সরকারের সরকারি একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে। তার জন্য আপনার দরকার,

আপনাকে যেকোনো ব্রাউজার প্রথমে ওপেন করে টাইপ করুন https://bdris.gov.bd/br/application
তারপর আপনাকে যে ওয়েবসাইট টি সামনে আসবে সেটি তে প্রবেশ করুন।
এখানে আপনি উপরের ছবির মত একটি পেজ দেখতে পারবেন সেখানে প্রবেশ করুন।

২। প্রয়োজনীয় তথ্য দিন এখানে আপনাকে মাত্র দুটি তথ্য দিতে হবে। যার মধ্যে একটি হলো আপনার ১৭ সংখ্যার ডিজাইনের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম তারিখ সহ,

প্রথমে আপনার জন্ম সনদের যে নম্বরটি আছে সেটি চেক করুন যে এটি ১৭ সংখ্যার সনদ কিনা। যদি ঠিক থাকে তবে সেটি আপনি প্রবেশ করুন। আর যদি আপনার জন্ম নিবন্ধন ১৬ সংখ্যার হয় তবে শেষ পাচ সংখ্যার পূর্বে একটি ০ (শুন্য) যোগ করে আবার চেস্টা করুন।

এরপর আপনার জন্ম তারিখ দিন। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার জন্ম তারিখ অবশ্যই yyyy mm dd এই ফরম্যাট এ লিখতে হবে। অর্থাৎ প্রথমে বছর তারপর মাস এবং সর্বশেষ এ দিন দিতে হবে।

যদি আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়ে গেলে আপনাকে একটি ক্যাপচার পূরণ করতে বলা হবে। মানে আপনাকে ছোটবেলায় যোগ বিয়োগ যেভাবে করাতেন আর কি। যুগ অথবা বিয়োগ করে ফলাফলটি নির্ধারিত বক্সে লিখতে হবে। এরপর নিচের দিকে খেয়াল করলে একটি Search বাটন দেখতে পারবেন। আপনাকে এই বাটনে ক্লিক করলে আপনার কাজ মোটামুটি শেষ। এখন শুধু জন্ম নিবন্ধন ডাউনলোড করার পালা।

৩। Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুনঃ আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার কাঙ্খিত জন্ম নিবন্ধনটি দেখতে পারবেন, আপনি সেখানে আপনার সকল তথ্য আগেই দেওয়া

আপনার হাতের স্মার্ট ফোন থেকেঃ আপনি আপনার ব্রাউজার এর উপরের ডান দিকে খেয়াল করলে একটি (…) three dot বা তিনটি ফোটা দেখতে পারবেন। এখানে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে দেখবেন (Print) নামের একটি অপশন আছে ।এখানে ক্লিক করে Save as PDF সিলেক্ট করে আপনি আপনার ফাইলটি ফোনে কোথায় সেভ করতে চান সেটা সিলেক্ট করে (Save) সেব বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সনদ খুব সহজে ডাউনলোড হয়ে যাবে।

আপনি যে কোনো কম্পিউটার থেকেঃ এই পুরো কাজটি যদি আপনার যে কোন কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনাকে বেশি ঝামেলা করতে হবে না বা সময় লাগবেনা। আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে একদম নিচের বাম পাশে (Ctrl) কন্ট্রোল নামের একটি বাটন দেখতে পারবেন। এ বাটন এবং(P) পি বাটন (control+p) একসাথে চেপে ধরে আপনি ছেড়ে দিন। এরপর আপনি (Save as PDF) সেভ করে নিচে নিতে পারেন কিংবা আপনার কম্পিউটার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। এভাবে আপনি খুব সহজে আপনার Birth Certificate জন্ম নিবন্ধন ডাউট করতে পারবেন।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডঃ

এখন আরেকটি বিষয় আপনাদেরকে পরিচয় করা খুব দরকার। আপনার এই ডাউনলোডকৃত জন্ম নিবন্ধন সনদ হুবহু ইউনিয়ন পরিষদের মত দেখতে হবে না। কারণ আপনি সাধারণ (A4 page) বা আপসেট পেজে এটি প্রিন্ট করেন, আর ইউনিয়ন পরিষদের এ এই জন্ম নিবন্ধন সনদ সরকারি পেপারে প্রিন্ট করা হয়ে থাকে।

আপনারা তাই যারা ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ডাউনলোড করতে চান তাদেরকে প্রথমে নিজ নিজ পরিষদ এ গিয়ে আপনাদের জন্ম নিবন্ধন এর জন্য একটি আবেদন করে নির্ধারিত ফি প্রদান করে আপনাকে আবেদন করতে হবে। আবেদনে এ নির্দিষ্ট সময় পর গিয়ে আপনার অরজিনাল জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড করে নিতে পারবেন।

Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড না হওয়ার কারন কি?

উত্তরঃ একটি কারণ হল আপনার জন্ম নিবন্ধন সমাপ্তি ১৬ সংখ্যার। কারণ ১৬ সংখ্যার জন্ম নিবন্ধন সনদ দিয়ে এটি অনলাইনে বের করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আপনাদের জন্ম নিবন্ধন সনদ নাম্বারের শেষে পাঁচটি (৫) সংখ্যা এবং পূর্বে একটি শুন্য (০) যোগ করে (১৭) সংখ্যা করে নিন। উদাহরণঃ ধরুন আপনার জন্ম নিবন্ধন সনদ নাম্বারটি, 1999191857121149 আপনি শেষ পাঁচটি সংখ্যার পূর্বে (০) শুন্য যোগ করে দিন ঠিক এভাবেই 19991918571021149

No result Found আসার কারন কি?

এর কারণ হলো আপনার জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল করা হয়নি। ডিজিটাল করা ছাড়া কোন জন্ম নিবন্ধন ডাউনলোড করা সম্ভব নয়। তাই একটি ট্রিকস হল অপরের কথামতো একটি (০) শূন্য ইউজ করে দেখুন হয় কিনা, অন্যথায় আপনার জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল করে নিন।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায় কি?

আপনি যদি আপনার জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেন তবে আপনার কাছে জন্ম নিবন্ধন সনদ নাম্বার কিংবা জন্ম তারিখ মনে নাও থাকতে পারে যার কারণে পরবর্তীতে এটি বের করা অনেক কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটি হারিয়ে গেলে প্রথমে জন্ম নিবন্ধন এর সরকারি একটি ওয়েবসাইট থেকে, জন্ম সনদ পুনঃ মুদ্রনের জন্য আবেদন করতে হবেঃ এর জন্য আপনাকে এই লিংকে সর্বপ্রথম প্রপোজ করতে হবে https://bdris.gov.bd/br/reprint/add

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড pdf

আপনার জন্ম নিবন্ধন সনদ (pdf ) ডাউনলোড এর জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+ P একসাথে প্রেস করে তারপর save as pdf সিলেট করে ডাউনলোড করুন। আর আপনার মোবাইল থেকে ব্রাউজার এর উপরে থ্রি ডট এ ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে Print অপশনে আসবেন। এখন থেকে save as PDF সেভ করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।

Online birth certificate download bd

আপনি অনলাইনে birth certificate download এর জন্য আপনাকে সর্বপ্রথম Go to website –> Enter information –> Captcha –> Search and Ctrl+ P দিয়ে ডাউনলোড করে নিবেন।

পরিশেষেঃ জন্ম নিবন্ধন সনদ কি ও ডাউনলোড করার নিয়ম ২০২৪ ।

প্রিয় দর্শকঃ জন্ম নিবন্ধন সনদ কি ও ডাউনলোড করার নিয়ম । ২০২৪ সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আমরা আপনাদের জন্য তৈরি করেছি আশা করছি আপনারা এই আর্টিকেলটি পড়েজন্ম নিবন্ধন সনদ কি ও ডাউনলোড করার নিয়ম ২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন । আমাদের পোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কেননা আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে নতুন নতুন পোস্ট করার জন্য ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles